LITTLE ABOUT US

রেডিও ফরিদপুর' একটি স্বেচ্ছাসেবী ও বিনোদনমূলক সামাজিক সংগঠন। যার যাত্রা শুরু হয় ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য অর্জনে রেডিও ফরিদপুর নিজেদের ক্ষুদ্র অংশীদার মনে করে। ইতিমধ্যে স্বেচ্ছাশ্রমে আমরা আমাদের গন্ডির মধ্যে অবৈতনিক শিক্ষালয়ে পাঠদান, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি, বাখুন্ডা বেদে সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো, নিয়মিত শীতবস্ত্র বিতরণ, দূর্যোগ পূর্ববর্তী প্রস্ততি সম্পর্কে সচেতন এবং দূর্যোগ পরবর্তী সহায়তা, অসহায় মানুষের ইচ্ছে পূরণ, সংস্কৃতি চর্চার প্রসার ঘটানো, রক্তদান কর্মসূচি এবং অন্যান্য সামাজিক কাজ করে আসছি। আপনারা জেনে খুশি হবেন যে, ভিশন ২০২১ এর পরিবেশগত লক্ষ্য অর্জন বিবেচ্য রেখে আমরা একটি বৃক্ষ রোপণ কর্মসূচি ইতিমধ্যে শুরু করেছি। যেখানে আমরা ফরিদপুরের বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস এবং মাদ্রাসা প্রাঙ্গণে মোট ২০২১ টি বৃক্ষ রোপন করবো। যা দেশের পরিবেশ রক্ষার জন্য সামান্য হলেও অংশীদার হবে। এভাবেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে রেডিও ফরিদপুর সামাজিক কাজ করে এগিয়ে যাচ্ছে।

এছাড়াও ফরিদপুরের প্রথম এফ. এম. রেডিও হিসাবে রেডিও ফরিদপুর, ফরিদপুরের অবকাঠামো উন্নয়ন ও নানা আঞ্চলিক খবরাদির প্রচার প্রচারণা করে দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হচ্ছে।

রেডিও ফরিদপুরের নিজস্ব নিউজ পোর্টালও চালু রয়েছে যার মাধ্যমে কিশোর-কিশোরীরা সুষ্ঠ-সুন্দর-বস্তনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করার সুযোগ পাচ্ছেন।

"মানবতায় উদয় হবে নতুন সমাজ"।


Copyright © 2019, Radio Fardpur All rights reserved.